দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু
মো.বেল্লাল হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে মোঃ ইমরান বেপারী (২৫) এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ শে আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮ ঘটিকায় দশমিনা – গলাচিপা সড়কের আরোজবেগী সড়কের প্যাদা বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহত ইমরান বেপারী উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সৈয়দ জাফর এলাকার মোঃ রবিউল বেপারীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী রাহাত হোসেন জানান,আমি বাসায় কাজ করছিলাম হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেয়ে রাস্তায় আসি। দেখতে পাই রাস্তার পশ্চিম পাশে একটি অটোরিকশা এক যুবকের শরীরের উপরে পরে আছে। তাৎক্ষণিক ডাকচিৎকার করলে কয়েকজন পথচারী আসলে তাদের সহযোগিতায রক্তাক্ত অবস্থায় ইমরান বেপারীকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আবিদা নাসরিন জিতু বলেন ইমরানকে গুরুতর অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়ে থানায় মরদেহ আনা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।