এসএসসি ২০২৬: শিক্ষার মান উন্নয়নে বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ করছেন ইউএনও
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী শিক্ষার মান উন্নয়ন ও এসএসসি পরীক্ষা ২০২৬ সালকে লক্ষ্য করে নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ করছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শন করছেন। উপজেলায় মোট উচ্চ বিদ্যালয় রয়েছে ২৬টি, দাখিল মাদ্রাসা রয়েছে ১৬ টি। ইউএনও ইতিমধ্যে তেলজুড়ি উচ্চ বিদ্যালয়, জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমি, আল-হাসান মহিলা মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং অভিভাবক সমাবেশ করেন।
তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরালী মোহন রায় বলেন, ইউএনও স্যার স্কুল পরিদর্শন ও অভিভাবক সমাবেশ করায় অনেকটাই লাভ হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইউএনও স্যারের পরিদর্শন ও অভিভাবক সমাবেশ করায় অনেকটাই কাজে আসবে। শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনার উপরে খেয়াল রাখবে। শিক্ষকরাও আরো বেশি গুরুত্ব দেবে শিক্ষার্থীদের উপর। ইউএনও স্যারের উদ্দেশ্য বিগত দিনের চেয়ে সামনে বছর যাতে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় আরো ভালো ফলাফল করতে পারে। পাশের হার যাতে বৃদ্ধি পায় এই জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠান পরিদর্শন করছেন এবং অভিভাবক সমাবেশ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, এসএসসি ২০২৬ সালকে লক্ষ্য করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ ও পরিদর্শন করা হচ্ছে। যাতে সামনে বছরে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় বিগত দিনের চেয়ে আরো ভালো ফলাফল করতে পারে। এছাড়া বিদ্যালয়ের সকল ক্লাসের শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে। ইতিমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ শেষ করা হয়েছে। বাকিগুলোও নিয়মিত পরিদর্শন ও অভিভাবক সমাবেশ করা হচ্ছে।