মান্দায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মান্দায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশে মাঠের একটি ধান ক্ষেতে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধান ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়লে লাশ দেখতে সেখানে হাজারো মানুষের ভীড় জমে ওঠে। পরে থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। নিহতের গায়ে হাফ চেকসার্ট ও পরনে চেক লুঙি ছিল। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত নিহতের নাম ও কোন পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানোে প্রস্তুতি চলছে।