কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় নিহত সঞ্জয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
হেলাল মজুমদার ভেড়ারমারাঃ কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শ্রী সঞ্জয় কুমার প্রামানিকের হত্যার বিচারের দাবিতে ভেড়ামারা পূজা উদযাপন কমিটির মানববন্ধন পালিত হয়। ধর্ম যার যার সবার স্লোগানকে সামনে রেখে গতকাল সকাল দশটার সময় প্রেসক্লাবের সামনে পড়ো স্বেচ্ছাসেবক লীগের নেতা সঞ্জয় কুমার প্রামানিক কে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে নেতাকর্মী সহ সাধারণ জনতা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভেড়ামারা পূজা উদযাপন কমিটির সভাপতি ওমর চাঁদ কুন্ডু। ভেড়ামারা জগত জননী মাতৃ মন্দিরের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, জগৎ জননী মাতৃ মন্দিরের সাবেক সভাপতি শ্রী বিনোদ কুমার বিশ্বাস, রঘুনাথ মন্দিরের সাধারণ সম্পাদক মহাদেব কুন্ডু, রঘুনাথ মন্দিরের সেবাইত শ্রী তপন গোসামি, জগত জননী মাতৃ মন্দিরের প্রচার সম্পাদক শ্রী মদন কুমার আগরওয়ালা। নিহত সঞ্জয় কুমার প্রমানিকের স্ত্রী বিথী রানী প্রামানিক,সম্পদ প্রমানিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, সঞ্জয় হত্যার এজাহার ভুক্ত আসামি জাসদ যুব জোটের জেলা ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভন কতৃক নিশংস হামলা শিকার হয়ে সঞ্জয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ /৮ /২৩ তারিখের সকালে মারা যায়। আমরা সন্ত্রাসী শোভন সহ এজারভুক্ত আসামিদের ফাঁসি চাই। নিহত সঞ্জয় কুমার এর স্ত্রী বিথী রানী পামানিক বলেন,আমার স্বামী চলে গেছে আর আমি ফিরে পাব না। তবে সন্ত্রাসী শোভন এর ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে যাবো।