বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী এবং মধুমতি নদীতে গোশল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী মোছা. রহিমা বেগম (৪৮) গত সোমবার সন্ধ্যায় বাড়িতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুতায়িত মারা যায়। রাত নয়টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই ইউনিয়নের লংকারচর গ্রামের মো. মোমিন শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২২) দুপুরে বন্ধুদের সাথে মধুমতি নদীতে গোশল করতে নেমে পানিতে ডুবে যায়। ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, আব্দুল্লাহ শেখ মৃগী রোগী ছিল। দুপুর পর্যন্ত মাঠে কাজ করে ২টার দিকে অন্যান্য ছেলেদের সাথে মধুমতিতে গোশল করতে যায়। নদীতে নেমে ডুব দিয়ে সে আর ভেসে উঠেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রহিমা বেগম সন্ধ্যায় বিদ্যুৎস্পর্শে মারা যায়। রহিমার স্বামী আব্দুর রহমানও বছর খানেক আগে মারা যায়। মঙ্গলবার (১২.০৯.২৩) দুপুরে উভয়ের জানাযা শেষে লাশ দাফন করা হয়। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব দুইজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, কারও কোন অভিযোগ না থাকায় যার যার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।