দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মিজান দশমিনা বাসিকে জাতি, ধর্ম, বর্ন, নির্বিশেষে সনাতন ধর্মালম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। সনাতন ধর্মালম্বী মানুষের বিশ^াস সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষে এ পূজা হয়ে থাকে। দীর্ঘ কাল থেকে হিন্দু সম্প্রদায় উৎসাহ- উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ সদস্য গাজী মিজান বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখোন সর্বজনীন উৎসবে পরিনত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় উৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী- গরীব নির্বিশেষে সকলে সমানভাবে এ আনন্দ ভাগাভাগি করে উপভোগ করবে এ প্রত্যশা আমার।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার প্রধান, জাতির জনক কঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাস্ট্র পরিচালনায় যার যার ধর্ম সে পালন করছে এর মাঝে কোন প্রকার হিংসা বিদ্যেস নেই। সকল ধর্মের মানুষকে সরকার সমান সুযোগ দিয়েছেন। পটুয়াখালী জেলা পরিষদ আপনাদের পাশে সবসময় ছিলো এবং থাকবে। আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে চাই। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি মাধ্যমে মঙ্গল কামনা করেন।