বুধবার (০১ নভেম্বর) সকাল থেকে দুুপুর পর্যন্ত ওই দুই মহাসড়কে গাড়ি বহর নিয়ে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা বিশেষ টহল দেয়।
এ সময় জেলা পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন, সরাইল ২৫ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ আরমান আরিফ, জেলা সিভিল সার্জন ডা: মো: একরাম উল্লাহ্, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই জেলা উপ-পরাচালক মো: কামরুজ্জামান, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার উদ্দিন ছাড়া বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা ছিলেন।
টহল শেষে জেলা প্রশাসক মো: শাহগীর আলম বলেন, অবরোধের শুরু থেকে আমরা সবাই মিলে মাঠে কাজ করছি। এই পর্যন্ত কোন ধরনের ঘটনা ঘটে নি। আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তথাকথিত অবরোধ থাকলেও সড়কে কিন্তু যানচলাচল করছে। দূর পাল্লার যানবাহন কম চললেও সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে।