দশমিনায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ৯ টায় উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠিতা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলেচনা সভা ও মসজিদে দোয়া মুনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, সাধারণ সম্পাদক এ্যাড. আরুপ কর্মকার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, দেলোয়ার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।