দশমিনায় বীজ ও রাসয়নিক সার বিতরণ
মো. বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় সোমবার বিকেল তিনটায় উপজেলা কৃষি অফিস কার্যালয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি রবি/২০২৩-২৪ এর আওয়াতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এসএম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার খান ডলি, উপজেলা আওয়ামীলীগরে সিনিয়র সহ-সভাপতি কাজী কালাম, যুগ্ন-সাধারণ সম্পাদক বাবু গৌতম রায়, এ্যাড. নাঈম মোহাম্মদ বশির, জেলা পরিষদ সদস্য গাজী মিজান সহ উপজেলা কৃষি অফিস কার্যালয়ের উপ-সহকারি কৃষিসম্প্রসার কর্মকর্তা সহ সুফলভোগী কৃষক গন।
প্রধান বক্তা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ বলেন, দশমিনা উপজেলায় আগের তুলনায় কৃষি ক্ষেত্রে আমুল উন্নয়ন সাধিত হয়েছে। কৃষি প্রণোদনা হিসাবে রবি ২০২৩-২৪ সনে উপজেলায় তিন হাজর পাঁচ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হবে।