নাহিদা আলীর মৃতুতে দশমিনায় শোকসভা ও দোয়া মাহফিল
মো.বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের শিকাগোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপে ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলীর কন্যা নাহিদা আলী (৩৭) অকাল মৃত্যুতে পটুয়াখালীর দশমিনায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স পরিষদ হলরুমে দশমিনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি শাহজাদা তোহামিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরা।
শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, দশমিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাস, উপজেলা শিক্ষা অফিসার মো. হিটলারুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা লুৎফা বেগম, বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাকসুদা বেগম ডেইজি, দশমিনা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি রিপন কর্মকার, সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম সোহাগ, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি বিপুল কর্মকার, দশমিনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মামুন তানভির, দৈনিক যুগান্তরের দশমিনা (দক্ষিণ) প্রতিনিধি রাকিব হোসেন, দশমিনা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি সোহাগ আহমেদ লিওন, সদস্য দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি রবিউল হাসান ডব্লিউ প্রমুখ। এসময় রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাফিসা নাজ নীরা নিহত নাহিদা আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তিনি সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সর্বোচ্চ সতর্ক হওয়ার আহবান জানান। শোকসভায় নাহিদা আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়। নাহিদা আলী মোহা. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।