শীতে বেড়েছে রোগীর সংখ্যা বাড়েনি হাসপাতালে সেবার মান
মোহাম্মদ আককাস আলী : শীতে বেড়েছে রোগীর সংখ্যা। ঠান্ডা জনিত কারণে শিশু ও বয়স্করা বিভিন্ন পীড়ায় ভুগছেন। জেলা শহর থেকে শুরু করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেস গুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। বাড়েনি সেবার মান। এমনি তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। হাসপাতালে দায়িত্বে নিয়োজিতরা বলছেন, চিকিৎসক সংকট থাকাই সেবার মান বাড়ানো সম্ভব হচ্ছে না। জেলা শহরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪৫ জনের মধ্যে মাত্র ৩২ চিকিৎসক দিয়ে চলছে কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবার কার্যক্রম। ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষকে। অপরদিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেস গুলুরো একই অবস্থা। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওইসব হাসপাতালের দায়িত্বরত ডাক্তারেরা অধিক সময় টাইম পাস করছেন বেসরকারি ক্লিনিক গুলোতে। জেলা ও উপজেলা শহরগুলোতে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো নামিদামি ক্লিনিক। বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করলেও কিছু অসাধু ডাক্তারদের কারণে স্বাস্থ্য সেবার মান নুয়ে পড়েছে। অনুসন্ধানী দেখা গেছে, হাসপাতালগুলোতে রোগী দেখার সময়ও দায়িত্বরত ডাক্তারেরা রোগীদের না দেখিয়ে ওষুধ প্রতিনিধিদের নিয়ে ভিজিটে ব্যস্ত রয়েছেন। এতে দূর-দুরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তির মধ্যে পড়ছেন। এভাবেই চলছে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার নামে প্রতারণা। সমালোচকদের দাবি,দ্রুত হাসপাতালগুলোর সেবার মান পর্যবেক্ষণ করে
দায়িত্বরত ডাক্তারদের দায়িত্ববান হওয়ার জন্য আহ্বান জানান।