নৌ-পুলিশ ফাঁড়ি দশমিনার কম্বিং অপারেশন ৫ জেলে আটক
মো.বেল্লাল হোসেন.দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালী দশমিনা উপজেলায় মঙ্গলবার তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে নৌ-পুলিশ ফাঁড়ি দশমিনা উপ পুলিশ পরিদর্শক (এসআই) আসরাফ সহ সঙ্গীয ফোর্স কাম্বিং অপারেশন পরিচালনা করে কাটেন্টজাল দিয়ে অবৈধ মাৎস্য স্বীকার কার সময় ৫ জেলে, একটি ৩৫ ঘোড়া ইঞ্জিন চালিত ট্রলার, ৪৫ হাত লাম্বা ও ১০ কেজি জাটাকা আটক করে।
আটককৃতরা হলেন
মোঃ মিরাজ শরীফ(৩০), রিপন(২৫) পিতামৃত সেকান্দর হাং, কাশেম মৃধা(৩০)পিতা হাসন মৃধা, মোঃ মানিক হাং পিতা কালম হাং, আবুল খায়ের পিতা মৃত আবুল হোসেম সাং চন্দ্র মোহান, থানা –বন্দর থানা, জেলা- বরিশাল।১০ কেজি জাটকা, জাল ১হাজাট মিটা, নৌকা ৩৫ ঘোরা, ৪৫ হাত লাম্বা।
উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ি উপ পুলিশ পরিদর্শক (এসআই) আসরাফ বলেন, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাৎস্য স্বীকারের সম ৫ জনকে আটক করে নিয়মিত মামলা দেয়া হয় এবং ১টি ইঞ্জিন চালিত ট্রলার ও ১০ কেজি জাটকা আটক করে জব্দ করা হয়। জাটকা ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়। এ কম্বিং অপারেশন নিয়মিত চলোমান থাকবে।