রাজশাহীতে এক মাদক ব্যবসায়ীর অর্থদন্ডসহ যাবজ্জীবন কারাদন্ড
রাজশাহী ব্যুরো: রাজশাহীতে জালাল উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে অর্থদন্ডসহ যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। জালাল চারঘাট উপজেলার তাতাবপুর এলাকার অহেদ আলীর ছেলে। গত মঙ্গলবার (১২ মার্চ) রাষ্ট্র পক্ষের আইনজীবী মো: মোজাফ্ফর হোসেন আসামীর সর্বোচ্চ শাস্তির আবেদন করলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর টেবিল ৩(খ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড ; অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন জেলা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তবে ঐ রায়ে আরও উল্লেখ করা হয়, আসামী ইতঃপূর্বে হাজতবাস করে থাকলে তা তার প্রদত্ত দন্ডাদেশ হতে বাদ যাবে। এছাড়াও জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত ঘোষনাক্রমে আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগতভাবে বিনষ্ট করার জন্য নির্দেশ দেয় আদালত। মামলার নথি পর্যালোচনা করে জানাযায়, ২০১১ সালের ২৯ মার্চ র্যাবের মাদক বিরোধী অভিযানে ৫ লিটার তরল ফেনসিডিলসহ আটক হয় জালাল উদ্দিন (৪০)। এরপর র্যাব-৫ এর রেলওয়ে কলোনী ক্যাম্পের এসআই আল ইমরান বাদী হয়ে চারঘাট থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর টেবিল ৩ (খ) ধারায় মামলা রজু করেন এবং আসামীকে জেলহাজতে পেরন করেন। এরপর আসামী তিন মাস হাজতবাসের পর ১৩ জুন জামিন দেয় আদালত। টানা ১৩ বছর মামলা পর্যালোচনা, সাক্ষিদের জবানবন্দী ও জেরার ভিত্তিতে অর্থদন্ডসহ যাবতজীবনের রায় দেয় আদালত। রায় নিয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী মোঃ মোজাফফর হোসেনের সাথে কথা বললে তিনি জানান, মামলাটি নিয়ে ব্যাপক বিচক্ষণতার সাথে এই রায় দিয়েছে আদালত। রায়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, রায়ে রাষ্ট্র সন্তুষ্ট হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এই রায় মাইলফলক হয়ে থাকবে তরুন সমাজের কাছে। বর্তমান জেলা ও দায়রা জজ রয়েছেন শেখ মফিজুর রহমান স্যার। তিনি অত্যন্ত বিচক্ষণ ও নীতিবান বিচারক এবং ভাল মনের মানুষ। এই রায় মাদক ব্যবসায়ীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বি:দ্র: অত্র আদাশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাজশাহী, বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট রাজশাহী, পুলিশ সুপার রাজশাহী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।