1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতায়ের সময় আটক ১ - dailynewsbangla
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ভেডামারা সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত রাজশাহীতে নির্মাণাধীন ফ্লাইওভার পিলার ঘিরে করা হয়েছে সিএনজি স্ট্যান্ড লালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে অর্থোপেডিক অপারেশন সম্পন্ন ভেড়ামারায় ৩১ দফা কর্মসুচী বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা রাজশাহীর আলোচিত বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি ভেড়ামারায়  মাল্টা চাষে সফল হাসান ভেড়ামারায় প্রফেসর সাইফুল ইসলামের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে মতবিনিময় সভা। বোয়ালমারীতে গ্রাম পুলিশের কমিটি গঠন -সভাপতি কাঞ্চন খালাসী সম্পাদক উজ্জ্বল মীর 

দশমিনায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতায়ের সময় আটক ১

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

দশমিনায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতায়ের সময় আটক ১

 দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় রবিবার বার ১১ টায় এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের সময় এক জনকে আটকের ঘটনা ঘটে।
উপজেলার বহরমপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মতলেব হাওলাদার এর ছেলে মোঃ মোঃ জাহিদুল ইসলাম সলেমান(৩০)বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় জখম করে ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম সলেমান দীর্ঘদিন নিজ গ্রামের আমতলা বাজারে বিকাশ ও ফ্লেক্সির ব্যবসা করেন। রবিবার রাত ১১ টায় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় বাড়ির দড়জায় পৌছাইলে তাকে কয়েকজন দাড়করিয়ে টাকার ব্যাগ নিয়ে টানা হেচরা করে। টাকার ব্যাগ দিতে না চাইলে তার মাথা উপরের অংশে উপর্যোপরি কোপায় টানতে টানতে বিলের মাঝে নিলে ডাকচিৎকার করে। টাকা ব্যাগ নিয়ে তাদের সাথে দস্তদস্তি হয় এক পর্যায় একজনকে জাপটে ধরে। এলাকার ও রাস্তা দিয়ে চলাচল কয়েকজন ডাকচিৎকারের শব্দ শুনে ঘটনা স্থলে সুমন সরদার নামের একজনকে আটক করে। সুমনের সাথে থাকা আরো ৭-৮ জন দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোক জন সুমন সরদারকে দশমিনা থানায় হস্তান্তর করে। পরে আহত জাহিদুল ইসলাম সলেমানকে রক্তাক্ত অবস্থায় দশমিনা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-রে-ই বাংলা হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাহুল বিন হালিম।
প্রতক্ষদর্শী মোফাজ্জেল ও জসিম  বলেন, আমরা এক সাথে ব্যবসা করি আমতলা বাজারে। সলেমান আমাদের একটু আগে বাড়ির দিকে যায়। সলেমান এর বাড়ির দড়জাদিয়ে যাবার সময়  বিলের মাঝে ডাকচিৎকারের শব্দ পাই তখোন আমরা কয়েকজন ছুটে যাই গিয়ে দেখি সলেমান সুমনকে জাপটে ধরে আছে। আমাদের দেখে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। সলেমানের মাথা থেকে রক্ত জরছে। তখোন একই গ্রামের কুদ্দুস সরদারের ছেলে সুমন সরদারকে আমরা আটকে থানায় ফোন করি। রাক্তাক্ত অবস্থায় সলেমানকে দশমিনা হাসপাতালে নিয়ে আসি। সলেমানের অবস্থা আশংখাজনক তাকে বরিশাল শে-রে-ই বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠাই। সুমন থানা পুলিশের হেফাজতে আছে।
উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাহুল বিন হালিম বলেন, রোগীর রোগীর অবস্থা আশংখাজনক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শে-রে-ই বাংলা হাসপাতালে রিফার করি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলিম বলেন, ঘটনার বিষয় মোবাইল ফোনে শুনে পুলিশ পাঠিয়ে ঘটনা স্থল থেকে সুমনকে থানায় নিয়ে আসা হয়। আমি হাসপাতালে গিয়ে সলেমানকে দেখে ও ঘটনার বিষয় শুনেছি। পরবর্তী আইনি কর্যক্রম প্রক্রিধিন আছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ