ভেড়ামারায় বিজ্ঞান মেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
হেলাল মজুমদার কুষ্টিয়া ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা তত্ত্বাবধানে শুরু হয়। এবং বিকেল ৩ টার সময় মেলা শেষ হয়। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াড অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী করা হয়। আজকের প্রতিপাদ্য হলো জ্ঞান-বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময় এই এই বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুল মাদ্রাসা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবক কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জোহা রঞ্জু, সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সহ মেলাতে অংশগ্রহণ করা বিভিন্ন স্কুলের কলেজের মাদ্রাসা ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।