আত্রাইয়ে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে বিক্ষোভ মিছিল
মোহাম্মদ আককাস আলী :
নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবিতে নওগাঁর আত্রাইয়ে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের মূল ফটোকের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সাহেবগঞ্জ বাজারে এসে শেষ হয়। এসময় তাদের ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়াথ, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাইথ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সম্রাট, রাকিবুল, যুথি, মিথিলা বলেন, একের পর এক ধর্ষণের ঘটনা প্রমাণ করে, এ দেশে নারীরা কতটা অনিরাপদ। তারা আরও বলেন, ধর্ষিতাকে কাফনের কাপড় পড়ানোর আগে ধর্ষককে যেনো কাফনের কাপড় পড়ানো হয় তবেই এ দেশ থেকে ধর্ষণ দূর করা সম্ভব হবে। এসময় রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে না পারলে আগামীতে কঠোর কর্মসূচি পালনের হুসিয়ারী দেন।