দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুরে দিনে দুপুরে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার (১২ মার্চ) উপজেলা পরিষদের বিআরডিবি অফিসের বাউন্ডারীর মধ্যে থেকে দুপুর ২টা থেকে বিকাল ৪টার মধ্যে এ মোটর সাইকেল চুরির হয়।
এ ঘটনায় মোটর সাইকেলের মালিক তরিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তরিকুল একই এলাকার মৃত মোলাম মন্ডলের ছেলে ও উপজেলা বিএনপি’র সক্রিয় কর্মী।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানাগেছে, দৌলতপুর উপজেলা পরিষদ বাজারস্থ বিআরডিবি অফিসের সামনে মেহগনী গাছের নিচে সদ্য ক্রয়কৃত রেজিষ্টেশন বিহীন কালো/লাল রঙ্গের বাজাজ কম্পানির পালসার ১৫০ সিসি মোটর সাইকেলটি রাখা ছিলো। দুপুর ২টা থেকে বিকাল ৪টার মধ্যে উক্ত স্থান থেকে কে বা কাহারা মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। মোটর সাইকেলটির বাজার মূল্য ২ লক্ষ ৪ হাজার টাকা।
পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মোটর সাইকেলের মালিক তরিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।