1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
ঘোড়াঘাটে পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা গ্রেপ্তার ২ - dailynewsbangla
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মান্দায় আমানতের টাকা ফেরত না দেওয়ায় সমবায় সমিতির মালিককে পিটুনি বোয়ালমারিতে শিল কুড়াতে স্কুলের শিক্ষার্থীরা ব্যস্ত ঘোড়াঘাটে পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা গ্রেপ্তার ২ মিরপুর উপজেলার ১৩  নং  ধুবইল ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন  বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামী ১৯ দিন পর গ্রেপ্তার দৌলতপুরে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন বাগমারায় ধর্ষককে পালাতে সহযোগিতা করলেন ইউপি চেয়ারম্যান রাজশাহীতে ক্রয়কৃত সম্পত্তি থেকে বেদখলের চেষ্টা  বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ইউএনও বরাবর  দৌলতপুরে হিজড়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২, অপহরণের অভিযোগ

ঘোড়াঘাটে পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা গ্রেপ্তার ২

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ঘোড়াঘাটে পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা গ্রেপ্তার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী গাড়ি ভেবে টহলরত পুলিশের গাড়ির গতিরোধ করে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশের উপ-উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পলাতক ৩ জন সহ ৫ জনের নাম উল্লেখ সহ আরও ৭/৮ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা করেন।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার কৃত দুজন হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এমদাদুল হক (৪৯) ও একই এলাকার চকলমা নিমেরপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী বাচ্চা এর ছেলে আজিজার রহমান (৩৮)।

পুলিশ জানায়, গত রবিবার দিবাগত ভোররাত পৌনে ৪ টায় পুলিশের একটি টহলরত গাড়ি উপজেলার ডুগডুগিহাট থেকে ওসমানপুর বাজার এলাকায় আসার সময় ধলিহার খাঁ-পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রীজে পৌঁছালে সঙ্গবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের গাড়ির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রের সজ্জিত হয়ে গাড়ির সামনে আসতেই আটকানো গাড়িটি পুলিশের গাড়ি হওয়ায় ডাকাত দলের সদস্যরা পালানোর জন্য ছোটাছুটি শুরু করে। ডাকাতরা পালানোর চেষ্টাকালে পুলিশ সদস্যরা ২ জন ডাকাতকে আটক করে। অপরদিকে আরও ১০/১২ জন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তাদের সাথে থাকা ধারালো হাসুয়া, দা, মোটা লাঠি এবং রাস্তা ব্যারিকেড দেওয়ার জন্য মোটা রশি উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা স্বীকার করে যে, ঘোড়াঘাট টু হাকিমপুরগামী চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্য সঙ্ঘবদ্ধ হয়ে তারা প্রস্তুতি গ্রহণ করছিল।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আমরা পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের ধরতে টিম গঠন করেছি। আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ