নাগরপুরে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি নিয়োগ, গ্রেফতার ১
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দপ্তিয়ার নজীর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতির নিয়োগে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় মোঃ বিজয় হোসেন (সালিম) নামে এক ব্যক্তিকে।
ইতোমধ্যে বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে—ইউএনও ও জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে সভাপতি মনোনয়নপত্র তৈরি করা হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর নামে একটি ভুয়া পত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হয়।
এই জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মাদ আলমগীর হোসেন এবং অফিস সহকারী মোঃ ওসমান গণিসহ তিনজনকে অভিযুক্ত করে ০৪ মে ২০২৫ তারিখ নাগরপুর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
মামলার প্রধান আসামী মোঃ বিজয় হোসেন (সালিম) কে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুইজন পলাতক রয়েছে, যাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৫৫ বিধি অনুযায়ী অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।
স্থানীয়দের মাঝে এই জালিয়াতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।