হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গুরুত্বপূর্ণ স্হপনা পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। শুক্রবার বিকেল ৪ টার সময় ভেড়ামারা উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা হার্ডিং ব্রিজ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা কপোতাক্ষ পাম্প হাউস পরিদর্শন করেন এবং পাম্পের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, গঙ্গা শেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মো: নাসিম,জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার সহ সরকারি কর্মকর্তারা।