কুষ্টিয়ার ভেড়ামারায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পলিথিনের ব্যবহার পরিহার করি পাটপণ্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে
শনিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ভেড়ামারা আয়োজিত বস্ত ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অভিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তি নির্ভর ও পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীষক প্রকল্প এর আওতায় ৭৫ জন পাট উৎপাদনকারী চাষীদের দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মামুনার রশিদ পাট উন্নয়ন অফিসার পাট অধিদপ্তর কুষ্টিয়া, আবু বকর খান সহকারী পরিচালক পাটবীজ বিএডিসি কুষ্টিয়া, মাহমুদা সুলতানা উপজেলা কৃষি অফিসার, রফিকুজ্জামান উপ পরিচালক ডিএই খামারবাড়ী কুষ্টিয়া,নীলাম্বর উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পাট অধিদপ্তর ভেড়ামারা। সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণ নেওয়া কৃষকরা।