বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৩০ পিস্ ইয়াবা বড়ি, নগদ ১২ হাজার টাকা ও দেশী অস্ত্র সহ তারিকুল ইসলাম (তাঁরা) মোল্যা (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। আটকের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ওই মাদক কারবারির বাড়ি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামদেবনগর গ্রামে।
থানা সূত্রে জানা যায়, রবিবার (১৮ মে)বিকাল ৫ টার দিকে যৌথবাহিনীর টহলরত অবস্থায় পুলিশ সোর্সের মাধ্যমে গোপন সুত্রে জানতে পারে মাদকের বিষয়। যৌথবাহিনী ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৩০ পিস ইয়াবা বড়ি ও মাদক কারবারির কাছে থাকা নগদ ১২ হাজার টাকা এবং দেশী অস্ত্র উদ্ধার করেন। যৌথবাহিনীর উদ্ধারকৃত ৩০ পিচ্ ইয়াবা এবং ১২ হাজার নগদ টাকা ও দেশী অস্ত্র বোয়ালমারী থানা পুলিশ এস আই রাজিব এর নিকট বুঝিয়ে দেন।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মাদকসহ আটকের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন । আসামিকে সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।