বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি সেবায় লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। আর এ সেবাকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতেও সফলভাবে শেষ হলো তিন দিনব্যাপী ভূমি মেলা।
শোভাযাত্রা দিয়ে শুরু হওয়া তিন দিনের এ মেলায় নানা আয়োজনের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর গ্রহণ। ই-নামজারী, পর্চা ও নকশা সংগ্রহে প্রযুক্তিগত উৎকর্ষ নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। এছাড়াও সেবাগ্রহীতাদের উদ্বুদ্ধকরণ, সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান। সেই সাথে শিক্ষার্থীদের মাঝে ভূমি সংক্রান্ত তথ্য উপাত্ত তুলে ধরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো এই মেলা।
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- “আমাদের দেশের বেশির ভাগ মানুষ ভূমি সংক্রান্ত বিষয়ে অজ্ঞ। আমরা জানি না বা জানার চেষ্টা করি না, দাগ কী? খতিয়ান কী? পর্চা কাকে বলে? তাই ভূমি সংক্রান্ত জটিলতা তৈরি হলে বেশির ভাগ মানুষ দালালদের কাছে যায় বা যারা ভূমি সংক্রান্ত বিষয়ে বুঝে তাদের কাছে গিয়ে প্রতারণার স্বীকার হয়। আমাদের দেশের অধিকাংশ সিভিল কেস, ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল কেস ভূমি সংক্রান্ত জটিলতার কারণে হয়ে থাকে। আপনাদের সমস্যা থেকে উত্তরণে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবাকে প্রযুক্তির সহায়তা আপনার হাতের কাছে পৌঁছে দিয়েছে। ভূমি সংক্রান্ত বিষয়ে জানার চেষ্টা করেন, এতে শুধু আপনি নয় আগামী প্রজন্মও ভূমি সংক্রান্ত জটিলতা থেকে পরিত্রাণ পাবে।”
এ বছর ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে
শুরু হওয়া মেলায় সেবা গ্রহীতাদের ব্যাপক সারা লক্ষ্য করা গেছে। মেলায় মোট ৮ টি ইউনিটে উপজেলার সেবা গ্রহীতাদের সেবা দেওয়া হয়। এতে তিনদিনে রাজস্ব আয় হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩১৮ টাকা। এর মধ্যে সাধারণ ভূমি মালিকদের কাছ থেকে আয় হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৯৯ টাকা ও বিভিন্ন সংস্থার কাছ থেকে আয় হয়েছে ২ লাখ ৮৯ হাজার ২১৯ টাকা। এ বছর পৌর ভূমি অফিস ভূমি উন্নয়ন কর আদায়ে প্রথম স্থান অধিকার করেছে।
সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা শিক্ষার্থী ও ভূমি কর উত্তোলন শ্রেষ্ঠত্ব অর্জনকারী ইউনিটের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন, উপজেলা ভূমি অফিস কানুনগো এস,এম শাহাদাৎ হোসেন, এ্যাড. কোরবান আলী, বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।