লালপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: গাঁজা গাছসহ বাবা-মেয়ে আটক।
এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গাঁজার গাছসহ বাবা-মেয়ে কে আটক করেছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার গোলাপপুর পৌরসভা শালেশ্বর মধ্যপাড়া এলাকায় রাত ১০টার দিকে একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
অভিযানে মোঃ জামশেদ আলী (৭৫) এবং তার মেয়ে মোছাঃ মরিয়ম (৩৫)-এর বসতবাড়ির আঙিনা থেকে একটি গাঁজা গাছসহ ২০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য রাখার দায়ে ঘটনাস্থল থেকেই বাবা-মেয়েকে আটক করে পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজার গাছ ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, আটককৃতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর এই অভিযান জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চলবে বলে জানানো হয়।