ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় পৌর ভবনের সভাকক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ও বাজেট ঘোষণা করেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। পরে বাজেট উপস্থাপন করেন, পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ।
ঘোষিত বাজেট অনুযায়ী, আসন্ন অর্থ বছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৪ লাখ ২০০ টাকা এবং ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৫৫ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। এতে করে চলতি অর্থ বছরে পৌরসভার রাজস্ব উদ্বৃত্ত থাকবে ৬০ হাজার ৫০০ টাকা। বাজেট ঘোষণা পরবর্তী পৌর প্রশাসক বলেন, “পৌর বাসিন্দাদের উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ব্যয়ের প্রতিটি খাত নির্ধারণ করা হয়েছে এবং রাজস্ব আহরণেও স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।
অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ আলী, ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহব্বায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, পৌর নাগরিক কমিটির সভাপতি আনিছুর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট পৌর শাখার সাবেক আমীর আমিনুল ইসলাম সেলিম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহ অনেকে উপস্থিত ছিলেন।