1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
নওগাঁয় হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদন্ড দিয়েছেন আদালত। - dailynewsbangla
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:

নওগাঁয় হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদন্ড দিয়েছেন আদালত।

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
প্রতীক ছবি

নওগাঁয় হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদন্ড দিয়েছেন আদালত।


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আলোচিত মোঃ জাহাঙ্গীর প্রামাণিক (৩০) হত্যা মামলায় স্বামী-স্ত্রীর কারাদন্ড দিয়েছেন আদালত। ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে আলোচিত এ মামলার রায় দেন নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন।

আদালত সূত্রে জানায়, মোঃ রেজাউল প্রামাণিক ওরফে লালু (৩৫) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই মামলায় রেজাউলের স্ত্রী লাকি বেগমকে (৩০) তিন মাসের সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে পাঁচ দিনের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ মার্চ কচুয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর প্রামাণিক রাতের বেলা গভীর নলক‚প ঘর পাহারা দিচ্ছিলেন। এ সময় সেখানে হামলা চালিয়ে গলা কেটে তাঁকে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর প্রামাণিকের সঙ্গে রেজাউল প্রামাণিকের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কয়েকবার কথা কাটাকাটিও হয়। জাহাঙ্গীর হত্যা ঘটনার পরদিন ৬ মার্চ তাঁর স্ত্রী সাথী বেগম বাদী হয়ে রেজাউল প্রামাণিকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা করেন।

ওই হত্যা মামলায় আত্রাই থানার পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান ২০১৪ সালের ৩০ এপ্রিল রেজাউল করিম ও তাঁর স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ মামলার রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ