নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে বোন উম্মেহানি বেগমের (৩২) লাঠির আঘাতে ভাই মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উম্মেহানী বেগম, মানিক ও নিহত মনিরুল চকপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের সন্তান। এঘটনায় মনিরুল ইসলামের সৎ বোন উম্মেহানি ও ভাই মানিক হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনিরুল পাঁচ হাজার টাকা ধার নিয়ে ছিলেন বড়ভাই মানিকের নিকট থেকে। দীর্ঘদিন ধার পরিশোধ না করায় দ্বন্দ্বের জেরে মনিরুলের একটি ছাগল নিয়ে বেধে রাখে মানিকের বউ শরিফা বেগম। এইনিয়ে বিতর্কের একপর্যায়ে উপস্থিত সৎবোন উম্মেহানি লাঠি দিয়ে মনিরুলের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি ও ঘটনা তদন্ত শেষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।