ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:  অধ্যক্ষ সোহরাব উদ্দিন হোসেনাবাদ টেকনিক্যালে একাদশ শ্রেণিতে সবাই অকৃতকার্য বোয়ালমারীতে সদ্য ঘোষিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ, টায়ারে আগুন বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণলঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট  দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত  প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করলেন এসপি সাফিউল সারোয়ার দিনাজপুরের কৃতি সন্তান রোকমুনুর জামান রনি আবারও বেসিস সহায়ক কমিটিতে নির্বাচিত পদ্মার চরে বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২ যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে, তারেক রহমান

রিলিজ হয়েছে কাজী শুভ ও অর্পিতা মন্ডলের তোর হয়ে গেছি

অর্পিতা মন্ডল , একজন সম্ভাবনাময়ী সংগীত শিল্পি এই ঈদে রিলিজ হয়েছে তার প্রথম মৌলিক গান  তোর হয়ে গেছি, প্রথম গানেই তার সাথে সহশিল্পি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পি কাজী শুভ।

প্রসেনজিত মন্ডল এর কথা ও সুরে গানটিতে সংগীত করেছেন এম এম পি রনি, গান প্রসঙ্গে অর্পিতা বলেন, ছোটবেলা থেকে দাদুর হাতে আমার প্রথম সংগীতে হাতে খড়ি। দাদুর ইচ্ছে ছিল আমি যাতে গানে ভালো কিছু করতে পারি আর এখন আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার স্বামী।

তার কারণেই আজ আমার পারিবারিক পরিমন্ডলের বাইরে গান করা আমি খুব খুশি যে প্রথম কোনো গানেই কাজী শুভ র মতো কোনো একজন বড় শিল্পির সাথে গান করতে পেরেছি & সাড়া ও পাচ্ছি খুব ভালো, সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে চাই বাংলা গানের জগতে, কাজী শুভ বলেন , অর্পিতা নতুন হিসেবে খুব ভালো গেয়েছে|

তার গায়কীতে মনেই হয়নি যে এটা ওর প্রথম গান | আমি ওর  উত্তরোত্তর সাফল্য কামনা করি গানটির গীতিকার ও সুরকার. প্রসেনজিত মন্ডল বলেন , গানটি একটি সুন্দর রোমান্টিক & মেলোডিয়াস গান | কাজী শুভ ভাই ও নবাগতা অর্পিতার কণ্ঠে গানটি দারুন ম্যাচ করেছে | মোহন ইসলামের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে গানটির রসায়ন দারুণ ভাবে ফুটে উঠেছে|

আমি আমাদের নতুন গান তোর হয়ে গেছি ও অর্পিতার জন্য সকলের কাছে দোয়া প্রাথর্ণা করছি , যাতে বাংলা গানের জগতে অর্পিতা তার নিজের একটি জায়গা করে নিতে পারে। উল্লেখ্য থাকে যে গানটিতে মডেল হয়েছেন বাংলাদেশের মিউজিক ভিডিও যুগের অন্যতম জুটি রাসেল ও শাকিলা পারভীন| গানটি প্রযোজনা করেছে অডিও প্রতিষ্ঠান ডিপি মিউজিক স্টেশন আপনারা গানটি শুনবেন & ভালোলাগা মন্দলাগা কমেন্ট করে জানাবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:  অধ্যক্ষ সোহরাব উদ্দিন

রিলিজ হয়েছে কাজী শুভ ও অর্পিতা মন্ডলের তোর হয়ে গেছি

আপডেট টাইম : ০৪:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

অর্পিতা মন্ডল , একজন সম্ভাবনাময়ী সংগীত শিল্পি এই ঈদে রিলিজ হয়েছে তার প্রথম মৌলিক গান  তোর হয়ে গেছি, প্রথম গানেই তার সাথে সহশিল্পি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পি কাজী শুভ।

প্রসেনজিত মন্ডল এর কথা ও সুরে গানটিতে সংগীত করেছেন এম এম পি রনি, গান প্রসঙ্গে অর্পিতা বলেন, ছোটবেলা থেকে দাদুর হাতে আমার প্রথম সংগীতে হাতে খড়ি। দাদুর ইচ্ছে ছিল আমি যাতে গানে ভালো কিছু করতে পারি আর এখন আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার স্বামী।

তার কারণেই আজ আমার পারিবারিক পরিমন্ডলের বাইরে গান করা আমি খুব খুশি যে প্রথম কোনো গানেই কাজী শুভ র মতো কোনো একজন বড় শিল্পির সাথে গান করতে পেরেছি & সাড়া ও পাচ্ছি খুব ভালো, সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে চাই বাংলা গানের জগতে, কাজী শুভ বলেন , অর্পিতা নতুন হিসেবে খুব ভালো গেয়েছে|

তার গায়কীতে মনেই হয়নি যে এটা ওর প্রথম গান | আমি ওর  উত্তরোত্তর সাফল্য কামনা করি গানটির গীতিকার ও সুরকার. প্রসেনজিত মন্ডল বলেন , গানটি একটি সুন্দর রোমান্টিক & মেলোডিয়াস গান | কাজী শুভ ভাই ও নবাগতা অর্পিতার কণ্ঠে গানটি দারুন ম্যাচ করেছে | মোহন ইসলামের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে গানটির রসায়ন দারুণ ভাবে ফুটে উঠেছে|

আমি আমাদের নতুন গান তোর হয়ে গেছি ও অর্পিতার জন্য সকলের কাছে দোয়া প্রাথর্ণা করছি , যাতে বাংলা গানের জগতে অর্পিতা তার নিজের একটি জায়গা করে নিতে পারে। উল্লেখ্য থাকে যে গানটিতে মডেল হয়েছেন বাংলাদেশের মিউজিক ভিডিও যুগের অন্যতম জুটি রাসেল ও শাকিলা পারভীন| গানটি প্রযোজনা করেছে অডিও প্রতিষ্ঠান ডিপি মিউজিক স্টেশন আপনারা গানটি শুনবেন & ভালোলাগা মন্দলাগা কমেন্ট করে জানাবেন।