বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ডেইলি নিউজ বাংলা ডেক্স: শিক্ষক শিক্ষকের জন্য এই শ্লোগানে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ (স্কুল,কলেজ,মাদ্রাসা ও ভোকেশনাল) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়।
আজ ১০ সেপ্টেম্বর,২০২১, রোজ শুক্রবার, আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
জেলা আহ্ববায়ককে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল গাফফার স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ খিলাফত হোসেন,
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আশরাফুজ্জান হানিফ, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব রাজু আহাম্মেদ।
নব্য কমিটির যুগ্ন আহবায়ক মোছাঃ মারুফা ইয়াসমিন, সোহেল সরোয়ার, ইসতিয়াক আহাম্মেদ, নাজমুল ইসলাম, ওসমান গনি, ফিরোজ আলী, আবু তালেব, ইব্রাহীম খলীল, রফিকুল ইসলাম, কাবিউল ইসলাম, মোঃ মওলা বকস, নাহারুল ইসলাম, হাসানুজ্জামান ফুয়াদ, আব্বাস আলী, তহিদুল ইসলাম, মিজানুর রহমান, লোকমান হোসেন, আবুল কালাম আজাদ, আবু হেনা মোস্তফা পকামাল, হাবিবুর রহমান, হযরত আলী, শফিকুল ইসলাম, মোর্শেদুল হাসান, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, উজ্জ্বল হোসেন, আহসান হাবিব, আবু সাঈদ, রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, রাকিবুল হাসান, তৌহিদুজ্জামান প্রমূখ। সহ সকল শিক্ষকবৃন্দ।
উপস্থিত সকল শিক্ষক বৃন্দ তাদের বক্তব্য উপস্থাপন করেন, শিক্ষক রা বলেন, শিক্ষা ব্যবস্থায় অনেক বৈষম্য আছে, শিক্ষক দের উৎসব ভাতা ২৫%, বাড়ি ভাড়া ১০০০টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা, যা খুবই কষ্টদায়ক। শিক্ষক বান্ধব সরকারের কাছে দাবি করেন, যেন অতি সত্ত্বর উৎসব ভাতা ১০০% এর প্রজ্ঞাপন জারি করেন। সকল শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে জাতীয়করণ হোক আগামীর একমাত্র চাওয়া বলে মত প্রকাশ করেন।
তরুণের তারুণ্যকে কাজে লাগিয়ে আগামীতে মমতাময়ী প্রধানমন্ত্রী বরাবর এগিয়ে যেতে চাই এই সংগঠন। সকল সংগঠনকে এক প্লাটফর্মে দাড় করিয়ে জাতীয় করনের জন্য এগিয়ে যাব বলে সকলেই মত প্রকাশ করেন। কুষ্টিয়া জেলার সকল উপজেলায় এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে উপজেলা কমিটি গঠন করা হবে।
সকল শিক্ষককে এই ব্যাপারে এগিয়ে আসার জন্য বিনীত ভাবে আহবান জানান কুষ্টিয়া জেলা আহবায়ক জনাব আনিছুর রহমান ও সদস্য সচিব মোঃ রকিবুল ইসলাম স্যার।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব জনাব মোঃ রকিবুল ইসলাম স্যার।