কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আজ ১৭ই মার্চ। ১৯২০ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে হাজারো বছরের বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধরনীর বুকে আগমন ঘটে।
শিশুকাল থেকেই শেখ মুজিবুর রহমান এর মধ্যে নেতৃত্বের গুনাবলী প্রকাশ পেতে থাকে। যার ফলশ্রুতিতে আমরা বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে পেরেছি। আমরা পেয়েছি নিজস্ব জাতি সত্তা।
তাই জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে আজকের এই দিনে সমগ্র বাংলাদেশের ন্যায় নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সারাদিন ব্যাপি নানা রকম কার্যক্রম পালন করেন। যার ধারাবাহিকতা সূর্যদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সংগ্রামী সাধারন সম্পাদক জনাব কুদরত আলীর নেতৃত্বে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলোন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরপর সকাল এগারোটায় নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী, সংগ্রামী, সফল সাধারন সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কুদরত আলীর নেতৃত্বে এক বিরাট র্যালী অনুষ্ঠিত হয়। র্যলীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সংগ্রামী সাধারন সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় ও নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সংগ্রামী সভাপতি জনাব জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সহ-সভাপতি জনাব রিয়াজ তালুকদার, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টামন্ডলীর সদস্য জনাব খোরশেদ আলম বাবুল, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কাজী আনিসুল হক বুলবুল,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক লিয়াকত সিকদার সহ উপজেলা আওয়ামীলীগ এর বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার শান্তি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনায় দোয়া মাহফিল করা হয়।
দোয়া মাহফিল শেষে এই অনুষ্ঠানের সম্মানীত সভাপতি ও নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সংগ্রামী সভাপতি জনিব জাকিরুল ইসলাম উইলিয়াম এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।