1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বাক প্রতিবন্দ্বী নারীকে ধর্ষনের অভিযোগর, ধর্ষক আটক - dailynewsbangla
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নির্বাচন নিয়ে বাঁকা পথে গেলে দাঁতভাঙা জবাব দেবে যুবদল: শরীফ উদ্দিন জুয়েল দৌলতপুরে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে, জামায়াতের উপহার সামগ্রী বিতরণ জুনিয়াদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান–মেম্বার দ্বন্দ্বে ভোগান্তিতে সাধারণ মানুষ ভেড়ামারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ দৌলতপুরে দ্বিতীয় দিনের মতো বন্যাদুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড মহাদেবপুরে ব্রাক “সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা “কর্মসূচি অনুষ্ঠিত  ভেড়ামারায়  অভিভাবক সমাবেশ বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন  ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি  আলোচনা সভা ও বৃক্ষরোপণ

বাক প্রতিবন্দ্বী নারীকে ধর্ষনের অভিযোগর, ধর্ষক আটক

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

মো.আককাস আলী: নওগাঁর সাপাহারে বাক প্রতিবন্দ্বী এক আদিবাসী নারী ধর্ষিত হওয়ার ঘটনায় সাপাহার থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ মফিজুল হক মফি (৫১) নামের ওই ধর্ষককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

আটক মফিজুল সাপাহার উপজেলার আইহাই দিঘীপাড়া গ্রামের আলতাফ হোসেন এর ছেলে বলে জানা গেছে। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে উপজেলার শুকরইল আদীবাসী পাড়ার জৈনক নিতাই মোশাহার এর স্ত্রী প্রতিদিনের ন্যায় গত শনিবারে গ্রামের অদুরে রতনডাঙ্গা মাঠে একটি আমবাগানে গরুর জন্য ঘাস কাটতে যায়।

এসময় দুপুর সাড়ে ১২টার দিকে ফাঁকা মাঠে একা পেয়ে পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা মফিজুল ওই বোবা মেয়েকে পাটের শাক দেবার ইশারায় কাছে ডাকে। তার ইশারায় আদীবাসী বোবা মেয়েটি সরল বিশ্বাসে তার নিকট এলে সে তাকে একা পেয়ে ঝাঁপটে ধরে একটি ড্রেনে ফেলে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।

ঘটনা চক্রে মেয়েটি বাড়ী ফিরে এসে কিছুক্ষনের মধ্যেই ধর্ষক ওই ব্যক্তি তার বাসার সামনে দিয়ে পার হয়ে যাবার সময় বাক প্রতিবন্দ্বী ওই আদিবাসী নারী তাকে ধরে ফেলে চিৎকার করে ইশারায় তাকে ধর্ষনের কথা গ্রামবাসীকে জানিয়ে দেয়। এর পর ধর্ষক মফিজুল তার ইশারার কথাকে অস্বিকার করে জোরপূর্বক সেখান থেকে চলে যায়।

পরে গত রবিবারে আদিবাসী ধর্ষিতার স্বামী নিতাই মোশাহার ও ধর্ষনের শিকার তার স্ত্রী সাপাহার থানায় এসে ধর্ষক মফিজুলের বিরুদ্ধে এজাহার দাখিল করলে সন্ধ্যায় পুলিশ ধর্ষক মফিজুল হক মফিকে আটক করে সোমবার সকালে নওগাঁ জেলহাজতে পাঠায়।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি)তারেকুর রহমান সরকার বলেন যে বোবা মেয়েটির ইশারা অনুযায়ী ওই ব্যক্তিই তাকে ধর্ষন করেছে বল প্রতিয়মান হয়। তাদের দেয়া এজহার মতে ধর্ষক মফিজুল হক মফির বিরুদ্ধে ২০০০সালের নারী ও শিশু নির্যাতন আইনে (০৩)৯(১)৩০ধারা রুজু করে মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ