তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে কুষ্টিয়ায়।গত কয়েক দিনের প্রচন্ড তাপদাহের পর এ বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে আসে। শুক্রবার বিকেল থেকে আকাশ মেঘের দখলে থাকলেও ইফতারির কিছু আগেই শুরু হয় বৃষ্টি।
আবহাওয়া অফিস জানায়, যশোর , খুলনার ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা কমতে পারে বলে জানানো হয়েছে।
শেষ পর্যন্ত কুষ্টিয়ায় প্রত্যাশিত এ বৃষ্টির দেখা মিললেও সাথে ছিল হালকা কালবৈশাখী। বিকেল পাঁচটায় শুরু হয় ঝড়ো হাওয়া। পরে বৃষ্টি নামে। জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা বৃষ্টি হয়। ঈদের বাজার করতে আসা মানুষের জন্য কিছুটা প্রতিবন্ধকতার কারণ হলেও টানা কয়েকদিন রোদ-গরমের পর এই বৃষ্টি স্বস্তি বয়ে এনেছে।
গত কয়েকদিন ধরে গরমে প্রাণিকূল ওষ্ঠাগত ছিল। কয়েকদিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে কমবেশি ঝড়-বৃষ্টি হচ্ছে। শুক্রবার কুষ্টিয়াতেও হলো। আগামী তিনদিন ঝড়-বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।