মোঃবেল্লাল হোসেন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউডিপি) বিশেষ চাহিদা সম্পন্ন ৯টি স্কুলের প্রধান শিক্ষকসহ ২৭জন শিক্ষকদের নিউরো ডেভল্পমেন্টাল ডিসএ্যাবিলিটি বিষয়ক তিনদিনের মৌলিক প্রশিক্ষন শেষে সনদ বিতরন করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে এ সনদ বিতরন করা হয়।
সনদ বিতরনে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামচ্ছুর নাহার খান ডলি।
এ সময় আরো উপস্তিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা সহায়ক স্বপন হালদার, বাউফল-দশমিনা-গলাচিপা জাইকা প্রতিনিধি দেবাশীষ মজুমদার ও স্থানীয় সংবাদকর্মীগন।
স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী জ্যাইকা’র সহায়তায় ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা সমাজকল্যান কমিটির বাস্তবায়নে এ সনদ বিতরন করা হয়।