রনি আহমেদ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:৩০ মিনিটে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আসছে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি স্বেচ্ছাসেবক, আনছার, গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী বাবুল কুমার দাস সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। এবার দৌলতপুর উপজেলাতে ১৩ টি পূজা মন্ডপে ধর্মিয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হবে।