মোঃবেল্লাল হোসেন
দশমিনা (পটু্য়াখালী) প্রতিনিধি
পটু্য়াখালীর দশমিনায় প্রতিবেশীর জমি দখলের প্রতিবাদ করায় মো. নাসির উদ্দিন দফাদার (৫২) নামে এক সাব-ঠিকাদারসহ দুই জনকে ভারাটে লোকজন নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা আশঙ্কাজনক অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহিম হাওলাদারের ছেলে মো. হাবিব হাওলাদারের সাথে একই গ্রামের শাহ আলম খার স্ত্রীর মোসা. কুলসুম বেগমের জমি বিরোধ চলে আসছিল। কুলসুমের বাড়িতে লোকজন না থাকায় হাবিব ঘটনার দিন লোকজন নিয়ে ওই বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে সাব-ঠিকাদার মো. নাসির উদ্দিন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাবিব ৮-১০ জন ভারাটে লোকজন নিয়ে নাসিরসহ তার সেলক আবু তাহের মোল্লাকে কুপিয়ে জখম করেন। পরে স্বজনরা তাদের আশঙ্কাজনক অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে উপজেলা মেডিকেল৷ অফিসার ডাঃ সাদিয়া খায়ের এর চিকিৎসাধীন আছি।
আবুতাহের মোল্লা বলেন, আমি ছেলের সাথে মোবাইলে কথা বলতে ছিলাম তখোন হাবিব দশমিনা থেকে ভাড়াটিয়া ৭-৮ জনকে দিয়ে আমাকে এলোপাথারি কোপায়।
দশমিনা থানার ওসি মো. মেহেদি হাসান পরে কথা বলবেন বলে জানিয়েছেন।