মোঃবেল্লাল হোসেন দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় হাজিরহাট এলাকা থেকে ফ্রিজ তল্লাশী করে তিন মন মা-ইলিশ জব্দ করা হয়।
মা-ইলিশ প্রজনন সময় কালে মা-ইলিশ মজুদ করায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল, উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ সুরুজ, নৌ-পুলিশ ফাঁড়ির উপ- পুলিশ পরিদর্শক(এসআই) চুন্নু, উপজেলা মৎস্য মেরিন ফিসারিস মোঃ নাজমুল, দশমিনা থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক(এএসআই) সহিদুল এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় হাজিরহাট এলাকার মোঃহাসেম ও রমিজের ঘরের ফ্রিরিজে থাকা মা-ইলিশ মজুদ রাখা অবস্থায় দুটি ফ্রিজ থেকে তিন মন মা-ইলিশ ও দুটি ফ্রিজ জব্দ কারা হয়, কাউকে আটক করা হয়নি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাজিরহাট এলাকায় দুটি ফ্রিজ থেকে তিন মন মা-ইলিশ জব্দ কার হয় এবং এলাকার অসহায় ও বিভিন্ন এতিম মাদ্রাসায় বিতরন করা হয়। ফ্রিজ দুটির জব্দ করে উপজেলা মেরিন ফিসারিস মোঃ নাজমুল এর জিন্বায় দেয়া হয়। এ সময় কাউকে আটক করা হয়নি । এ অভিযান অব্যহত থাকবে।