মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিএাং এর প্রভাবে দশমিনা উপজেলায় চাম্বুল
গাছ পরে বসত ঘর বিদ্বস্্হৃৃুহ সবুজ ও সপন দর্জির । উপজেলার ১ ও ২ নং ওয়ার্ডের শাহ
আলম দর্জির ছেলে সবুজ ও সুজন দর্জি।
গত মঙ্গলবার রাতে ঘূর্নিঝড় সিএাং এর আঘাতে একটি চাম্বুল গাছ পরে
সবুজ ও সপন দর্জির কস্টার্জিত নির্মানাধীন বসত ঘরের মাঝখান দিয়ে পরে
বিদস্ত হয় ।
জানা যায়, সপন দর্জি উপজেলা পরিষদের সামনে এবং সবুজ দর্জি ডাক বাংলার
সামনে ভাড়া করা দোকানে দীর্ঘদিন চায়ের দোকান করে সংসার পরিচালনা করে
আসছে। সবুজ ও সপনন দর্জি জীবীকার তাগিদে উপজেলানর ১ ও ২ নং ওয়ার্ডে
ঘর ভাড়া করে বসবাস করতো। গত বছর অর্থাৎ ২০২১ সনে মায়ের দেয়া তিন শতাংশ
জমিতে বিভিন্ন এনজিও ও একাধিক ব্যক্তিদের কাছ থেকে ধারদেনা করে মাখা
গোজার ঠাই হিসাবে একটি টিনের ঘর নির্মান করে বসবাস করে আসছিলো
দুই সহদর ভাই সবুজ ও সপন দর্জি। গত রাতে ঘূর্ণিঝড়
সিএাং এর আঘাতে ঘরের পাশে থাকা চাম্বুল গাছ বসত ঘরের মাঝ খানে পরে
দলামুছরে যায়।
সবুজ ও সপন দর্জি বলেন আমরা দুই ভাই দীর্ঘদিন বিভিন্ন লোকের ঘরে ভাড়া
থাকতাম। দুই ভাইকে মায়ের দেয়া তিন শতাংশ জমিতে গত বছর একটি টিনের ঘর
নির্মান করে কোন রকম বসবাস করে আসছি। আয় বলতে চা বিক্রি করে যা পাই
তাই। একটি ঘর করেতে এনজিও ও একাধিক ব্যক্তির কাছ থেকে ধারদেনা করে ঘর
করেছিলান এখোন কে দেবে টাকা কে করবে সহযোগিতা। আমাদের পক্ষে পূনরায়
ঘর নির্মান করা সম্ভব না । আমরা ঘর নির্মানের জন্য উপজেলা প্রশাসনের
নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চাই।