মোঃ বেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলা ছাত্রদের নেতা মুছা(১৮) কে সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ গেট থকে মঙ্গবার দুপুর ১ টার সময় দেশি অস্র সহ আট করা হয়। জানা যায় গত সোমবার সকালে সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজে পরীক্ষার হলে খাতা দেখাদেখি নিয়ে হাতাহাতি হয়। পরীক্ষা শেষে ঐ ঘটনার সূত্রে কলেজ চত্বরে ছাত্রলীগ ও ছাত্রদলের দু’ গ্রুপে হাতা-হাতি ও মারধর হয়। ঐ হাতাহাতি ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে কলেজ চত্বরে ছাত্রদল নেতা মুছার নেতৃত্বে দেশীয় অস্রের ছাত্রদলের মহরা হয়। ঐ মহরায় ছাত্রদল ও ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং ছাত্র দলের দুই নেতা গুরুত্বর আহত হয়। ঘটনা স্থল থেকে কলেজ ছাত্র দলের মুছাকে দেশীয় অস্র সহ স্থানীয় লোকজন আটক করে দশমিনা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সোহাগ প্যাদা বলেন, গত সোমবার পরীক্ষার হলে আমার ছাত্রলীগ কর্মীর সাথে ছাত্রদলের কিছু কর্মীর কথা কাটাকাটি হয়। আজ সকালে মুছা কিছু লোক নিয়ে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীর উপর দেশীয় অস্র(বগি দা, নীল পাইপ, লোহার রড) নিয়া আক্রম করে এলাকার লোক জন তাদের দাওয়া করে মুছাকে বগিদা সহ ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনা স্থল থেকে সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ মনির মুছাকে দেশীয় আস্র (দা) সহ আটক করে থানায় নিয়ে আসে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃমেহেদী হাসান বলেন গত কাল সোমাবার পরীক্ষার হলে খাতা দেখাদেখি নিয়ে দন্দ। বয়স কম। আইনগত ব্যবস্থা নিচ্ছি।