ফরিদ আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল (৩৪) গ্রেফতার হয়েছে।
সোমবার (০৬ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার চিলামারী ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই ইউনিয়নের আতারপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল চিলামারীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লালকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে দৌলতপুর থানায় ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে দায়ের করা মামলা রয়েছে যার নং-৩৪। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।