ফরিদ আহমেদ:- কুষ্টিয়ার দৌলতপুরে সোহাগ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঢাকিপাড়া তেমাদিয়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।সে একই ইউনিয়নের খড়িবুনা এলাকার মনির আলীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত কিশোর সোহাগ শনিবার আনুমানিক দুপুর ২টার দিকে পদ্মা নদীতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আরে ফিরেনি। আজ রোববার দুপুর ২.৩০টার দিকে তার লাশ ঢাকিপাড়া তেমাদিয়া মাঠে পড়তে থাকতে দেখে স্থানীয় এক কৃষক বাড়ির লোকজনকে খবর দেয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত কিশোরের লাশ উদ্ধার করে। তবে এটা হত্যা না আত্মহত্যা পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। কিশোরের লাশ উদ্ধারের বিষয়ে ওসি মজিবুর রহমান জানান, মাঠের মধ্যে এক কিশোরের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।