দৌলতপুরে এক হাজার পিস টাপেন্টাডলসহ আটক ১
রনি আহমেদ : কুষ্টিয়ার দৌলতপুরে ১০০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ জিয়াউল হক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । ৮ই মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল দৌলতপুর উপজেলার সালিমপুর এলাকা থেকে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য সহ জিয়াউল কে আটক করেন। আটকৃত জিয়াউল উপজেলার সালিমপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে মামলা নং ১৮।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি
কমিশনার (ভূমি) শহিদুল ইসলামকে সাথে নিয়ে তারাগুনিয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে মাদক সেবনরত অবস্থায় সেলিম রেজা (৩৩) ও মাসুম শেখ (৩০) নামে দুজনকে আটক করে। এ সময় কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম আসামীদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।