দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপনির্বাচনে প্রার্থীদের সাথে পুলিশের মতবিনিময়
রনি আহমেদ : আগামী১২ জুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়ের আয়োজন করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান। ৮ জুন বিকেল ৫ টায় দৌলতপুর থানার ওসির অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, দৌলতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, সংশ্লিষ্ট বিট অফিসার এস আই মেহেদি হাসান প্রমুখ।
এ সময় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ তার বক্তব্যে বলেন, ১২ জুন দৌলতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে আছে। কেউ কোন প্রকার বিশৃংখলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতাও কামনা করেন পুলিশের এই কর্মকর্তা।