মিরপুরে বালি উত্তোলন রোধে টাস্কফোর্স কমিটির অভিযান
হেলাল মজুমদারঃ কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদী থেকে বালি উত্তোলন রোধে টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়েছে। বুধবার সকালে পদ্মা নদীর বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলসহ নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।