1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দৌলতপুরে সন্ত্রাসী হামলায় আহত  আবুল হোসেন আর নেই - dailynewsbangla
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন: সভাপতি নির্বাচিত বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কুষ্টিয়ার ভেড়ামারার রায়টা বালুঘাটে   ফিল্মী স্টাইলে গুলিবর্ষণ কৃষক আহত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে  ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামুল্য  উপকরণ বিতরণ ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশায় নওগাঁর কাঁচা মরিচ চাষীরা  ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের

দৌলতপুরে সন্ত্রাসী হামলায় আহত  আবুল হোসেন আর নেই

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

দৌলতপুরে সন্ত্রাসী হামলায় আহত  আবুল হোসেন আর নেই

জালাল উদ্দিন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম হওয়া আবুল হোসেন (৭৫) দীর্ঘ ৫০ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে মৃত্যু বরণ করেছেন। আবুল হোসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টায় মৃত্যুবরণ করেন।

তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমদহ নতুন পাড়ার বাসিন্দা। অসহায় এই জ্যৈষ্ঠ নাগরিকের প্রতি নূন্যতম মমত্ববোধ জাগ্রত হয়নি সন্ত্রাসীদের হৃদয়ে। আহত আবুল হোসেনের ছেলেদের সাথে জমিজমা সংক্রান্ত দ্ব›েদ্বর জের ধরে লোহার রড দিয়ে পিটিয়ে বাম হাতের হাড়(হিউমেরাস) চুরমার করে দিয়েছে পাষন্ডের দল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর আর সুস্থ হতে পারেন নি তিনি।

ভুক্তভোগী পরিবার সূত্রে ও এজাহার থেকে জানা গেছে, রবিবার(২৮ মে) সকাল ৮ টায় জমি সংক্রান্ত দ্ব›দ্ব মিমাংসার প্রস্তাব দিয়ে স্থানীয় ইউপি সদস্য লালু সহ ১০/১২ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে বে-আইনী ভাবে ভুক্তভোগীর বসত বাড়ীর বাহির আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে। এরপর ইউপি সদস্য লালুর হুকুমে এনামুল লোহার রড দিয়ে বাদশার ডান পায়ের নলার উপর আঘাত করে ফাটা রক্তাক্ত জখম করে।

একই সময় শিহাবুল লোহার রড দিয়ে তার ডান হাতের পাইখির উপর আঘাত করে রক্তাক্ত জখম করে। তখন বাদশার ডাক চিৎকারে ছোট ভাই ইয়ারুল (৩০), জিয়ারুল (৪০), ছোট ভাইয়ের বউ বুলবুলি খাতুন (৩৫), পিতা আবুল হোসেন (৭৫) এগিয়ে আসলে ফারুক লোহার রড দিয়ে ইয়ারুলের ডান হাতের কনুইয়ের নিচে আঘাত করে লিলাফোলা জখম করে।
মবিদুল লোহার রড দিয়া খুন করার উদ্দেশ্যে আবুল হোসেনের মাথায় আঘাত করতে উদ্যত হলে বাম হাত দিয়ে রক্ষা করার চেষ্টাকালে তার বাম হাতের পাইখির উপর গুরুতর হাড় ভাঙ্গার মত জখম প্রাপ্ত হন। হাবুল ধারালো হাসুয়া দিয়ে খুন করার উদ্দেশ্যে বাদশার ছোট ভাইয়ের বউ বুলবুলি খাতুনের মাথার ডান পাশে কোপ মেরে রক্তাক্ত জখম করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয় ওসমান গনি (৫৬), পিতা-মৃত আনজেদ মালিয়া, সারদেল (৬০), পিতা-মৃত রববেল মালিথা, মোছাঃ রিনা খাতুন ছুটে আসলে খুন জখমের হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় আহতের ছেলে হাতুন-অর – রশিদ- বাদশা বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা চেষ্টা মামলার এজাহার দায়ের করেছেন। যার মামলা নং ৫৮ তাং ২৯/৫/২৩ ইং,দৌলতপুর জি আর ২৯৬/২৩। এ প্রসঙ্গে মামলার বাদী বাদশাহ বলেন, আমার বাবা কে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ