ভেড়ামারায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
হেলাল মজুমদারঃ ভেড়ামারা মন্ডলপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ মঙ্গলবার বিকেল সময় ৪ টার সময় ভেড়ামারা উপজেলার ২ নং কলোনী জিকে স্কুল মাঠে মন্ডলপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ভেড়ামারা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ক্রিয়া সংস্থার সহ-সভাপতি আতিয়ার রহমান নায়েব,ভেড়ামারা পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য কারিবুল ইসলাম রনি, নজরুল ইসলাম নজু, আজমাইন ইকতেদার মোহন। উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন জনতা স্পোর্টিং ক্লাব সাতবাড়ি, বাহিরচর চাষী ক্লাব পাড়া ফুটবলএকাদশ। খেলার ফলাফল ১-৩ গোলে বাহিরচর চাষি ক্লাবপাড়া ফুঠবল একাদশ জয়লাভ করে।