ভেড়ামারায় জাতীয় মৎস সপ্তাহ পালিত
হেলাল মজুমদারঃ কুষ্টিয়া নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় ভেড়ামারা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে ভেড়ামারা উপজেলা চত্বর থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রেলি করে উপজেলা চত্রে অবস্থিত পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনএশিয়া সিটু,উপজেলা কৃষি কর্মকর্তা শাইখুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মাছ চাষীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু বলেন, মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থানে অবস্থান করছেন, মাছ উৎপাদনে বাংলাদেশ সরকার এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অবদান রেখে চলেছেন। সরকারের যুব উপযোগীর কারণে মৎস্য উৎপাদন বেড়েছে ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ প্রথম স্থানে। তিনি আরো বলেন আমরা এখন বিজ্ঞান সম্মতি ভাবে মাছ উৎপাদন করছি বলে মাছ চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা।পরে তিনজন মাছ চাষীকে মাছ উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ক্রেস্ট তুলে দেন।