নওগাঁ সদরে নবাগত ইউএনও রবিন শীষের যোগদান
মোহাম্মদ আককাস আলী : নওগাঁ সদরে নবাগত ইউএনও হিসাবে যোগদান করেছেন এস,এম রবিন শীষ। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। টাঙ্গাইল জেলার সন্তান রবিন শীষ ৩৫তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারি কমিশনার মাসুম বিল্লাহ স্বাক্ষরিত মাঠ প্রশাসন শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এস, এম, রবিন শীষকে পদায়নকৃত এই বদলি করা হয়। বৃহস্পতিবার (২৭জুলাই) বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত নির্বাহী কর্মকর্তা এস, এম, রবিন শীষ। ইতোমধ্যেই নতুন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এস, এম, রবিন শীষকে নওগাঁর সুধীমহলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।