1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দীর্ঘ ৬ মাস পর লোকাল ট্রেন দৌলতদিয়ায় - dailynewsbangla
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

দীর্ঘ ৬ মাস পর লোকাল ট্রেন দৌলতদিয়ায়

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

(রাজবাড়ী) প্রতিনিধি: ক‌রোনা ভাইরাসের কার‌ণে দীর্ঘ ৬ মাস ২০ দিন বন্ধ থাকার পর গোয়ালন্দ ঘাট-পোড়াদহ রু‌টে চলাচলকারী লোকাল সাটল ট্রেন চালু হয়েছে। ‌সোমবার ভোর পৌ‌নে ৬টায় লোকাল ট্রেন‌টি রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন থেকে ছেড়ে গোয়ালন্দ ঘা‌টে আসে। এরপর গোয়ালন্দ ঘাট থে‌কে কুষ্টিয়ার পোরাদাহের উ‌দ্দ্যে‌শে ছে‌ড়ে যায়। দীর্ঘ দিন পর ট্রেন চলাচ‌লের শুরুর প্রথম দি‌নেই যাত্রীর ভীর লক্ষ্য করা গেছে।

জানা‌গে‌ছে, দে‌শে ক‌রোনা ভাইরাস সংক্রম‌নের শুরু‌তে চল‌তি বছ‌রের ২৩ মার্চ গোয়ালন্দ ঘাট টু পোরাদহ রু‌টে চলাচলকারী লোকাল সাটল ট্রেন চলাচল বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ ৬ মাস ২০ দিন পর আবার উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দে‌শে সোমবার সাটল ট্রেন চলাচল শুরু হয়। এরু‌টে রাজবাড়ী, পাঁচু‌রিয়া, গোয়ালন্দ বাজার, গোয়ালন্দ ঘাট, সূর্য্যনগর, বেলগা‌ছি, কালুখালী, পাংশা, মাছপাড়া, খোকসা, কুমারখালী, চড়াই‌কোল, কু‌ষ্টিয়া, কোর্ট কু‌ষ্টিয়া, জগ‌তি ও পোরাদা‌হে চলাচলকারী ১৬ টি স্টেশ‌নের ওঠা-নামা করা যাত্রী‌দের ম‌ধ্যে স্ব‌স্তি ফি‌রে এ‌সে‌ছে।

ট্রেন‌টি প্র‌তি‌টি স্টেশ‌নে যাত্রী ও মালামাল ওঠা-নামা করায়। এ ট্রেন‌টি ভো‌রে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন থে‌কে ছে‌ড়ে গোয়ালন্দ ঘাট হ‌য়ে পোরাদা‌হে যাবার পর দুপু‌রে ফি‌রে এসে আবার বিকাল ৪ টা ৪০ মি‌নি‌টে রাজবাড়ী থেকে পোরাদা‌হের উ‌দ্দ্যে‌শে ছে‌ড়ে গি‌য়ে রা‌তে রাজবাড়ী‌তে ফি‌রে আ‌সবে। রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন মাষ্টার তন্ময় দত্ত বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, দীর্ঘ সা‌ড়ে ৬ মাসের বে‌শি সময় পর আবার সাটল লোকল ট্রেন চলাচল শুরু হ‌য়ে‌ছে। এ‌তে ক‌রে এরু‌টে চলাচলকারী যাত্রীরা আবার লোকাল ভা‌বে এরু‌টের প্র‌তি‌টি স্টেশ‌নে ওঠা-নামা কর‌তে পার‌বে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ