নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করলেন ড. লোকনুজ্জামান
মোহাম্মদ আককাস আলী : নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে ড. মো. লোকনুজ্জামান আহম্মেদ আবারো দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার (৬ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান উপলক্ষে উল্লিখিত পদে তাঁর আসন অলঙ্কৃত করেন। এর আগেও তিনি এই পদে একাধিকবার সু-সম্মানের সাথে দায়িত্ব পালন করেন। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। জানা যায়, একই কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ বছর যাবত তিনি দায়িত্ব পালন করে আসছেন।