টাঙ্গাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালন
মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার( ৮ আগষ্ট) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা পুলিশ পক্ষ থেকে জনসেবা চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন এমপি, জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার মেয়র মোঃ সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার শরিফউদ্দিন,টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহম্মেদ সহ টাঙ্গাইল জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।